Mohua Roy
Email : mohua.roy@dpsn.org.inAditi Bhattacharjee
Email : aditi.bhattacharjee@dpsn.org.inBAMA
BAMA
ব্যাকরণ
ASSIGNMENT FROM--- SADHU -CHOLIT
১.মহাশয়ের কোথায় যাওয়া হইবে ?
২.তাহাদিগের সহিত কাল আমাদিগের ফুটবল খেলা খেলিতে শহরে যাইতে হইবে।
৩.সূর্যালোকে বরফাবৃত পর্বত শৃঙ্গগুলি স্বর্ণের ন্যায় ঝলমল করিয়া উঠিল।
৪.তাহার এই একমাত্র কন্যাটি ছাড়া সংসারে আর কেহ ছিল নাই।
৫.যথা সময়ে পত্র লিখিয়া তোমার সংবাদ জানাইও।
৬.হাঁটিতে হাঁটিতে কখন যে গুহাদ্বারের সম্মুখে পৌছাইলাম,বুঝিতে পারি নাই।
৭. মাতা দৌড়াইয়া আসিয়া পুত্র কে কোলে তুলিয়া লইলেন।
৮.মনে হইলো এই সংগীত ইহার পূর্বেই শুনিয়াছি।
৯.অপরাহ্নে বালক বালিকারা নানাবিধ খেলাধূলায় মাতিয়া উঠিল।
১০.চলিতে চলিতে বালিকাটি ক্লান্ত হইয়া পথের ধারে একটি বৃক্ষের তলদেশে বসিয়া পড়িল।
Week 1, Audio 1, Introduction, Neel Manusher Kahini
Week 1, Audio 2, Introduction, Neel Manusher Kahini
Week 2, Audio 1, Introduction, Amalkanti
Week 2, Audio 2, Summery, Amalkanti
WEEK 3 (30th March to 6th April, 2020)
X_WEEK 3_Audio 1_Intro_Bakya Poribartan_Arthanusare